বেতনের দাবীতে কোলিয়ারীতে শ্রমিক বিক্ষোভ বড়জোড়ায়

12th September 2020 5:26 pm বাঁকুড়া
বেতনের দাবীতে কোলিয়ারীতে শ্রমিক বিক্ষোভ বড়জোড়ায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বেতনের দাবিতে কোলিয়ারি ঘিরে বিক্ষোভ শ্রমিকদের । শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার বড়জোড়া ব্লক নর্থ কলিয়ারিতে । সূত্রের খবর,ওই কোলিয়ারি তে কয়লা উত্তোলনের দায়িত্বে থাকা ছ'শ শ্রমিক বিক্ষোভে যোগ দিয়েছেন । তারাই কয়লা তোলা, পরিবহন ও যন্ত্র চালানোর মতো বিভিন্ন কাজ করেন। শ্রমিক দের অভিযোগ গত  এপ্রিল মাসে বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু এখনো তা হয়নি। তাদের আরো অভিযোগ উনিশ সালের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় কাজ করেছেন শ্রমিকরা । তাও কোম্পানি তাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। দাবি না মেটা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।   দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির দাবি বড়জোড়া নর্থ ব্লক কোলিয়ারি থেকে দৈনিক প্রায় ছয় হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু নানা সমস্যার জন্য তা পূরণ হয় না  । দৈনিক গড়ে প্রায় তিন হাজার টন কয়লা উত্তোলন হয় । সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দীনেশ সিং বলেন -  করোনা পরিস্থিতির জন্য বহু আধিকারিক কাজে যোগ দিতে পারছেনা তাই বার্ষিক বেতন বৃদ্ধিতে দেরি হচ্ছে । পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বেতন বাড়ানো হবে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।